বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

অতিষ্ঠ হয়ে পরেছে মিরপুরের মানুষ পল্লী বিদ্যুতের ভেলকি বাজীতে

Reporter Name / ২৫৫ Time View
Update : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বশির আহাম্মেদ চাঁদ:

কুষ্টিয়ার মিরপুরে রমজান মাস আসলেই লাগাতার পল্লী বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা উপজেলার মানুষের জনজীবন। চলমান তাপদয়াহে দিন ও রাতের মাঝে মধ্যে বিদ্যুৎ না থাকায় চরম অতিষ্টের মধ্যে রয়েছেন গোটা মিরপুর উপজেলাবাসী। রমজান মাসে রোজাদার ব্যাক্তিরা চরম কষ্টের মধ্যে পড়েছেন। সেহরী, ইফতার ও নামাজের সময়ও ঠিকমত বিদ্যুৎ থাকছে না। ঈদ মৌসুমে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও।

বাজারের মার্কেটগুলোতে যেমন মানুষের উপচে পড়াভিড় তার উপর বিদ্যুৎ বিভ্রাট একেবারে নাজেহাল অবস্থা কেতা এবং বিক্রেতাদের। দোকানিরা বলেন- এভাবে সমস্যা চলতে থাকলে আমাদেরকে আমাদের ব্যবসার উপরে বড় ধরনের একটা প্রভাব পড়বে।

জানা যায়, কোন প্রকার প্রকৃতিক র্দুযোগ না থাকলেও হঠাৎ করে গত কয়েকদিন ধরে মিরপুর উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজী দেখা দিয়েছে। রাত-দিন প্রায় সময়েই বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই থাকছে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার-হাটসহ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুতের অবস্থা একেবারেই করুন। ১০মিনিট, ২০মিনিট কখনও আবার ৩০মিনিট পর পর বিদ্যুৎ আসা যাওয়া করছে। এই অবস্থা গত কয়েকদিন ধরেই রাত-দিন ২৪ঘন্টা এভাবেই চলছে। বিদ্যুৎ থাকছেনা সেহরী,ইফতার ও তারাবী নামায পড়ার সময়। চলমান তাপদাহের মধ্যে বিদ্যুতের এমন ভেলকিবাজীতে চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন রোজাদার ও ব্যবসায়ীরা। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবি ও সাধারন মানুষও।
মিরপুর উপজেলার মুসল্লিগণ জানান, গত কয়েকদিন ধরে বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে রমজান মাসে বিদ্যুৎতের ভেলকিবাজী বেশী দেখা যায়। ২৪ ঘন্টায় বিদ্যুৎ অনেকবার আসে-যায়। এই সমস্যা থেকে উপজেলা বাসি দ্রুত সমাধান চাই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page