বার্তা ডেক্সঃ
কুষ্টিয়া বর্ণাঢ্য নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়। এ সময় আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বাংলাদশে (আইডিইবি) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী বাদশা মামুনার রশিদ রশিদ, আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আসাদ উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল করিম শাওন, চাকুরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী ভিপি আশরাফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী হাসানুর রহমান রনি, জনসংযোগ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাহিত্যিক সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক এ এস এম আতিকুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক মসফিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বারী’সহ প্রমুখ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইডিইবির আমন্ত্রিত অতিথি কুষ্টিয়াতে কর্মরত বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী কর্মকর্তাগণ,সহ সদস্য জিসান আহমেদ, রক্সি আলম রকি, কারিবুল ইসলাম, খলিলুর রহমান ও মিঠু শেখ। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। বিকেল ৪ টায় রয়েছে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page