তিতাস আহম্মেদঃ
একঝাঁক তরুন প্রজন্মের মেধাবী স্টুডেন্ট দ্বারা প্রচালিত আইডিয়াল কোচিং সেন্টার অখ সেন্টার সংলগ্ন বিত্তিপাড়া বাজার ইবি কুষ্টিয়া। আজ ১০/০২/২০২৪ইং বেশ অল্প কিছুদিনেই সুনাম অর্জন করেছেন উক্ত কোচিং সেন্টারটি,বিগত দিনে ২০২৩ এস এস সি সহ বিভিন্ন শ্রেণীর অধ্যায়ণরত শিক্ষার্থীরা ভালো ফল পেয়েছে, তারই ধারাবাহিকতায় অল্প দিনের স্থানীয় স্কুল পড়ুয়া শিক্ষার্থী ওতাদের পরিবারের মনে জায়গা করে নিয়েছে। তাদের আশা এই কোচিংএ পড়াশোনা করলে ভালো ফল পাবে সামনের দিনে। আইডিয়াল কোচিং সেন্টারে সহকারী পরিচালক রিফাত হাসান নয়ন বলেন আমরা পাঠ্য বই সহ নীতি - নৈতিকতা জীবণ গড়ার শিক্ষা দিয়ে থাকি যাতে শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে যা জ্ঞান অর্জন ও তার আচরনীকে পরিবর্তন আনতে পারে। গত বছরে অনেক শিক্ষার্থীরা এস এস সি পরিক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে শুধু আইডিয়াল কোচিং সেন্টারের শিক্ষাকদের পরিচর্যায়।দিনের পর দিন চারিদিকে সারা ফেলেছে আইডিয়াল কোচিং সেন্টার।ঠিক আগের বছরের তুলনায় এবার ও দিন ব্যাপি উৎসব মূখর পরিবেশে এস এস সি ২০২৪ সালের পরিক্ষার্থীদের বিদায়ের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানের সভাপতি হিসেবে উপস্থিথ ছিলেন,ডাঃ গোলাম মওলা সহ সভাপতি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামিলীগ। প্রধান বক্তা হিসেবে উপসস্থিথ ছিলেন, মোঃ ছানোয়ার হোসেন মোল্লা চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ ও সভাপতি উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ। আরো বিশেষ অতিথী হিসেবে উপস্থিথ ছিলেন,মোঃ আলাউদ্দিন বিশ্বাস.উপস্থিথ ছিলেন কামাল হোসেন সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি।সৌরভ সিদ্দিক সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বনিক সমিতি।আরো উপস্থিথ ছিলেন,উপ সহকারী কৃষি অফিসার আশরাফ সিদ্দিকী। এইদিকে আইডিয়াল কোচিং সেন্টারের প্রতিষ্ঠিতা ও চেয়ারম্যান আঃ আল রোমান অনুষ্টানের সভাপতিত্ব করেন, আরো উপস্থিথ ছিলেন, সহকারী পরিচালক রিফাত হাসান নয়ন।আইডিয়াল কোচিং সেন্টারের শিক্ষক মন্ডলীগন মোহাম্মদ কবির(ইবি)।সোজান আহাম্মেদ(ইবি)।সাহারা আক্তার সিথি(ইবি)।আইয়ুব হুসাইন (ইবি)।রাসেল আহম্মেদ (ইবি)।মিজানুর রহমান(ইবি)।সাজ্জাদ হুসাইন (ইবি)।মোঃ নিয়ামুতাল্লাহ(ইবি)। আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক আল রোমান এস এস সি পরিক্ষার্থীদের উদ্দেশ্য কিছু শিক্ষা মূলক বক্তব্য দেওয়ার পর সকল পরিক্ষার্থী ও আগামী দিনগুলোতেও যেন এই সুমানের ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই আশা ফরিয়াত করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page