আটিগ্রামের দালাল জামাল

নিউজ ডেক্সঃ
যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের সাথে সে মিশে গ্রামের ক্ষতি করার জন্য সে ঘুরে বেড়ায়।
এই দালাল আওয়ামীলীগও করে জাসদ করে আবার এখন বিএনপির বাতাস ভালো হয়েছে বলে বিএনপির সাথে ভালো মতো যোগ দিয়েছে। উনি পূর্বে অনেক আওয়ামী লীগের নেতার সাথে আতাত করে চলেছে
সে গত 5 আগস্ট থেকে গ্রামে অশান্তি করার জন্য
চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আজকে ৮ নম্বর ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কবির হোসেন বিশ্বাস স্বতন্ত্র আনারস পতিক নিয়ে নৌকা এবং মশালের বিপরীতে বিপুল ভোটে বিজয়ী হন এই বিজয় জামাল দালালের সহ্য হয় না এই বিএনপির নাম ধারি জামাল দালাল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার ভোট করেছিল এখন আবার ধানের শীষ হয়ে গেছে ।