আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মান অভিযোগ জয়নাবাদের তোফাজ্জেল নামে

সেলিম রেজা সালামঃ
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার জয়নাবাদ গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ইমারত নির্মান এর অভিযোগ পাওয়া গেছে। কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়ন এর জয়নাবাদ বাসিন্দা পাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন খন্দকার এর ছেলে খন্দকার তোফাজ্জল এর বিরুদ্ধে আদালত থেকে দেওয়া (১৪৪ ধারা) নিষেধাজ্ঞা অমান্য করে পাকা ইমারত তৈরির অভিযোগ করেন তার ভাই একই গ্রামের মিরাজ উদ্দিন খন্দকার। অভিযোগ সুত্রে জানা যায় জয়নাবাদ বাসিন্দা পাড়া গ্রামের খন্দকার সিরাজ উদ্দিন মারা যাওয়ার সময় আর,এস ৪৭৭ নং খতিয়ানের ১২৪৩ নং দাগে ৩৪ একরের ১৯৯৪শতাংশ বসত বাড়ি রেখে যায়, তার মৃত্যুর পরে ওয়ারিশ গন জমি বন্টনে ঐক্যমত না হতে পেরে ২০২১ সালে কুমার খালি আমলী আদালতে পার্টিশন মামলা দায়ের হয়,মামলা নং২৮৮/২১ যাহা চলমান রয়েছে। অভিযোগ কারী মিরাজ খন্দকার বলেন আমরা জমি বন্টনে আদালত এর রায় এর অপেক্ষা করলেও তোফাজ্জল মামলা কৃত জমির ওপর পাকা ইমারত নির্মান এর উদ্যগ নেই,আমরা নিষেধ করলে স আমাদের কোনো কথা শোনে না,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কুমার খালি অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে মিস কেস নং৭০/২৪ দায়ের করা হলে গত ৫/২/২০২৪ তারিখে নালিশী জমির উপর ১৪৪ধারায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়, বলা হয় আদালত কতৃক বন্টন মামলা শেষ না হওয়া পর্যন্ত নালিশী জমির ওপর যে, যে অবস্থায় আছে সেই ভাবেই অবস্থান করবেন, কেউ কোনো রকম জমির ওপর স্থাপনা নির্মান বা জমির বিকৃতি ঘঠাবে না,মিরাজ আরও বলেন আমরা আদালত কে সন্মান জানিয়ে আদালতের রায়ের অপেক্ষায় থাকলেও বিবাদী তোফাজ্জেল খন্দকার নিষেধাজ্ঞা অমান্য করে গত ৯/২/২০২৪ ইং শুক্রবার সকাল থেকে উক্ত ১৪৪ ধারা জারীকৃত জমির ওপর ভীত কেটে ইট সিমেন্ট বালি সহযোগে পাকা স্থাপনা নির্মান করছে।