তিতাস আহম্মেদঃ কুষ্টিয়া শহর থেকে ১৮ কিমি দূরে ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম যেখানে রয়েছে তিনটা ঈদগাহ ময়দান,ছোট বড় দিয়ে মোট ৭ টি মসজিদ একটি হাফেজিয়া মাদ্রাসা সহ প্রাইমারি, হাইস্কুল সহ একটা কলেজ রয়েছে। এছাড়া গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পের জিকে ক্যানেলের কুষ্টিয়া জেলার মধ্যে সব চেয়ে বড় আফিস রয়েছে যেটা কুষ্টিয়া-ঝাউদিয়া-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়ের পাশে অবস্থিত। অনেকেই ভালোবেসে হাকিয়াকে গ্রামকে শিক্ষা নগরী বলেও ডাকে। এই শিক্ষা নগরী গড়ার মূল কারিগর হলেন মৃত্যু আলহাজ্ব আব্দুল গণী বিশ্বাস। এছাড়া কুষ্টিয়া জেলার সব চেয়ে পাণের বাজার সেটাও হাতিয়াতে। গ্রামকে শহরের ন্যায় আলোকিত করতে ইসলামি যুব সংঘ নামের একটি ক্লাব অনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ০১-০৪-২০২৪ খ্রীঃ তারিখ হতে হাতিয়া পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে কোরআন মাহফিলের মাধ্যমে কাজ শুরু করেছেন। ক্লাবটির সভাপতিত্ব করেন মৃত্যু যুব্বার বিশ্বাসের ছেলে মোঃ সিরাজ বিশ্বাস(৭০) প্রথম অবস্থায় হাতিয়া পশ্চিমপাড়া ১২ ওয়ার্ডের ১০ টি এলইডি বাল্ব১০০ মিটার পর পর সংযোগ করেছেন। রাতের অন্ধকারাচ্ছন্ন গ্রামকে আলোকিত করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
স্থানীয় সূত্রে জানা যায় এই লাইট সংযোগের পর নানাবিধ সুফল পাচ্ছেন গ্রামবাসী। যেমন রাতে নির্ভয়ে চলাফেরা করতে পারছেন, চোরের উৎপাত কমেছে, সামাজিক অবক্ষয় রোধ হয়েছে।এমন মহৎ উদ্যোগে ইসলামি যুব সংঘ ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
ইসলামি যুব সংঘ ক্লাবের সিনিয়ার সদস্য আল-আমিন বিশ্বাস আপন জানান প্রথম ধাপে আমরা হাতিয়া পশ্চিম পাড়া নিয়ে কাজ শুরু করেছি। পরবর্তীতে আমরা আমাদের গ্রামের বিভিন্ন পাড়া/ মহল্লা শ্রেণী ভাগ করে পর্যায়ক্রমে সমস্ত গ্রামকে আলোকিত করব ইনশাআল্লাহ।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page