ইবি’র বিত্তিপাড়া আইডিয়াল কোচিং সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজিজুল ইসলামঃ
বৃ্হস্পতিবার,তারিখ ০৪/০৪/২০২৩! কুষ্টিয়া ইবি থানার উজানগ্রাম, বিত্তিপাড়া,কুঠি বাজার আইডিয়াল কোচিং সেন্টারের আয়োজনে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধায় আইডিয়াল কোচিং সেন্টারের নিজেস্ব ভবনে এই অনুষ্টানের আয়োজন করা হয়।প্রায় দুই শতাধিক মানুষ এই ইফতার মাহাফিলে অংশ গ্রহন করেন।
ইফতার ও দোয়ার অনুষ্টানে উপস্থিথ ছিলেন আইডিয়াল কোচিং সেন্টারের চেয়ারম্যান ও রিফাত হাসান নয়ন পরিচালক আঃ আল রোমান, সহ প্রতিষ্টানের সকল শিক্ষক, শিক্ষীকা ও অভিভাবক ও আইডিয়াল কোচিং সেন্টারের ছাত্র,ছাত্রী বৃন্দ।আইডিয়াল কোচিং এর ইফতারির পাশাপাশি উজানগ্রাম আলিম মাদ্রাসার পাশে এতিমখানায় বাচ্চাদের ইফতার করানো হয়।
পরিচালক আঃ আল রোমান জানান আমরা আমাদের আইডিয়াল কোচিং সেন্টার সহ আমাদের মাদ্রাসার গরীব ছাত্র,ছাত্রীদের সব রকম সুযোগ সবিধা দিয়ে থাকি।
এই দিকে সব শেষ রিফাত হাসান নয়ন বলেন, ইনশাল্লাহ আগামীতে এর থেকে বড় আয়োজনে ইফতারের আয়োজন করবে আইডিয়াল পরিবার। মহান আল্লাহর কাছে এই রমজান উপলক্ষে সকলের দোষ,ক্রুটি, ভুল মাফ করে সকলের রোজা কবুলের জন্য দোয়া করা হয়।