ইবি,র হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের সফল অভিযানে গাজা গাছ সহ আটক ১

আজিজুল ইসলামঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের মাধপুর গ্রামের ইসরাফিলের বন্ধক কৃত জমিতে ভূট্ট খেতের মধ্যে থেকে চারটি গাজা গাছ উদ্ধার করেন,হরিনারায়পুর পুলিশ ক্যাম্প ইনচাজ ইউসুফ আলী শাহীন।এই সময় ইসরাফিল কে আটক করেন।
এইদিকে এস এই ইউসুফ আলী শাহীন বলেন,রাত্রীকালীন মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মাধপুর গ্রামের হোসেন আলীর ছেলে, ইসরাফিল ইসলাম ভূট্ট খেতের সাথে গোপনে গাজা চাষ করছে, এই সময় আমি সেখানে অভিযান পরিচালনা করি ও আমার সাথে এ এস আই কে এম ফরহাদ হোসেন,এ এস আই শরিফ আতিক,হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প।
সকলের প্রচেষ্টা অভিযান পরিচালনা করে ৪ টি গাজা গাছ উদ্ধার করি।যার আনুমানিক বাজার মূল্য বিশ হাজার টাকা।
হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের চৌকস পুলিশ অফিসার ইউসুফ আলী শাহিন বলেন,কোন ভাবেই মাদকের সাথে আপোষ নয়।যেখানে মাদক সেখানে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের হানা।
ইবি থানার অফিসার ইনচাজ মামুনুর রহমান বলেন আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি,অভিযান সফল হচ্ছে,আপনারা আমাদের সহযোগিতা করবেন,ইনশাল্লাহ ইবি,এলাকা একদিন মাদক মুক্ত হবে।