ইবি,র হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীনের জালে গাজা ব্যবসায়ী লিটন আটক

স্টাফ রিপোটারঃ
কুষ্টিয়া ইবি থানার হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীনের জালে
গাজা ব্যবসায়ী লিটন আটক।জানা যায় লিটন হরিনারায়পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ওসমান আলীর ছেলে।০১/০৩/২০২৪ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন,হরিনারায়নপুর পুলিশ ক্যাম্পের চৌকস পুলিশ অফিসার এস আই ইউসুফ আলী শাহীন,এস আই শরীফ, আতিকুর রহমান ও এ,এস আই সাইফুল ইসলাম ও গোলাম রব্বানী উভয়ে ইবি থানা।
এই দিকে এস এই ইউসুফ আলী শাহীন,বলেন হরিনারায়নপুর ক্যাম্প এলাকায় মটর সাইকেল যোগে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হরিনারায়নপুর ইউনিয়নের কিত্তিনগর গ্রামের স্বাধীন ইটভাটার কাচা রাস্তার পাশে গাজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গাজা ব্যবসায়ী লিটন অবস্থান করছে, আমরা সাথে সাথে সেখানে অবস্থান করি এবং লিটন কে আটক করে তার প্যান্টের পকেট থেকে সাদা পলিথীনে মোড়ানো ১০০ গ্রাম গাজা উদ্ধার করি।মাদকদ্রব্য আইনে আসামীর বিরুদ্ধে মামলার সকল কাজ সম্পর্ন করা হয়েছে।
এইদিকে ইবি থানার অফিসার ইনচার্জ জনাব,মামুনুর রহমান বলেন,মাদকের সাথে কোন সময় আপোষ নয়।ইবি থানা পুলিশ সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে যাবে।আপনারা ইবি থানা পুলিশকে সুন্দর সমাজ গড়তে আমাদের সহযোগিতা করবেন।