রবিউল আলম, ইবি প্রতিনিধি:
ইবিস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।
বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন সংলগ্ন মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজন করে তারা। এতে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলী আরমান রকি এবং ফারিহা ইসলাম।
এসময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ. কে. এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক রুহুল আমিন, ইবির প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক (মেকা:) মোঃ আবদুল মালেক মিয়া।
এছাড়াও আমন্ত্রিত অতিথি বগুড়া জেলার আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিশেষ অতিথিরা বলেন, বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলার সক্রিয়তা কমে গিয়েছিল। তবে এখন সময় এসেছে নিজের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার। বিগত সরকারের অধীনে আমাদের বগুড়া অবহেলিত ছিলো। সেখান থেকে উত্তরণের সময় এসেছে। বিশ্ববিদ্যালয় একটা ফাঁদ। যদি সচেতন থাকো দেশ ও জাতির জন্য ভালো কিছু উপহার দিতে পারবে। আর যদি চাকচিক্যময় ক্যাম্পাসে নিজেকে বিলিয়ে দাও তাহলে ওঠে আসা কঠিন হয়ে যাবে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মতিনুর রহমান বলেন, অন্যান্য জেলার চেয়ে বগুড়া জেলার সন্তানদের কেমন যেন দূরত্ব রয়েছে। এমন সংস্কৃতি লালন করলে বেশি দূর যাওয়া সম্ভব না। একসাথে থাকার কারণটাই হচ্ছে নেটওয়ার্কিং বাড়ানো এবং চাকরি সেক্টরে গিয়ে একে অপরের সহযোগিতা নেয়া। কিন্তু তা আমাদের জেলার শিক্ষার্থীদের ঘাটতি রয়েছে। আমি বলবো বিগত সরকারের আমল থেকে বের হয়ে নতুন করে জানান দেওয়া সময় এসেছে। সর্বোপরি পড়াশোনা ঠিক রেখে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page