আজিজুল ইসলামঃ
২০২৪ সালের ১২ ই মে প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে জাহিদ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, ধুম কেতু কোচিং সেন্টার,আইডিয়াল কোচিং সেন্টার।
শুক্রবার (১৭ মে) বিকেল ৪ ঘটিকার সময় ইবি,র বিত্তিপাড়া বাজারে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
ইসলামী বিশ্বাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ও আইডিয়াল কোচিং সেন্টারের ইংরেজি শিক্ষিকা মোছাঃ শিতি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,মেধাবীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, তার সাথে যদি নৈতিকতার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এ মেধা দেশ ও জাতির কল্যাণে লাগানো যাবে না।’
এছাড়াও বক্তব্য রাখেন দৈনিক দেশের বাণী পত্রিকার স্টাফ রিপোটার আজিজুল ইসলাম,তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় এখন অরাজকতার সৃষ্টি হয়েছে। ছাত্রদের হাতে এখন কলমের পরিবর্তে অস্ত্র ও মাদক তুলে দেয়া হচ্ছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার সংমিশ্রণ জরুরি।
এই সময় বক্তব্য রাখেন আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক আল রোমান, তিনি বলেন,২০২৪ সালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মেধা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ জীবন গড়ে এদেশের পথ-হারা মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখনে ধুম কেতু কোচিং সেন্টারের পরিচালক মোঃ ইমরান হোসেন তিনি বলেন, আমারা সব সময় ছাত্রছাত্রীদের দায়িত্বশীলভাবে গড়ে তুলতে চাই।এই শিক্ষার্থীরা একদিন দেশের জন্য ভালো কিছু অর্জন করবে।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ইবি,র ১০ টি স্কুলের প্রায় ১২০ জন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাকি শিক্ষার্থীরা অনেকেই অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জাহিদ ফাউন্ডেশন অফ বাংলাদেশের, সভাপতি জাহিদুজ্জামান জাহিদ(লন্ডন প্রবাসী)।তিনি অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বলেন,কোন শিক্ষার্থীর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হবে না,আমি সব সময় তাদের পাশে থাকবো।জাহিদ ফাউন্ডেশন সব সময় মানবতার কল্যানে কাজ করবে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page