সামছুল হক রুবেল।।
আজ বিকাল ৫ টার সময় ইসলামী ব্যাংক কুষ্টিয়া চৌড়হাস উপশাখা এর উদ্যোগে শহরের মসজিদে খতিব ইমাম এবং ব্যাংকের গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গ্রাহক এর আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এর স্লোগান কে সামনে রেখে গ্রাহক সেবা মাস উপলক্ষে গ্রাহকদের নিয়ে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: জয়নাল আবেদীন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাখ প্রধান কুষ্টিয়া।তিনি বলেন,বাংলাদেশ ইসলামী ব্যাংক তৈরী করেছিলো একদল সৎ খোদা ভীরু মানুষ।ইসলামি ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।ইসলামী ব্যাংকে বর্তমান ২ কোটির উপরে গ্রাহক আছে ইসলামি ব্যাংক প্রথম বৈদিশিক রেমিট্যান্স আসে ইসলামি ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক বাংলাদেশের কল্যাণমুখী ব্যাংক,ইসলামি ব্যাংক বাংলাদেশে প্রথম বেশি বিনোয়োগ স্বচ্ছ ইসলামি ব্যাংক।এছাড়া জামানত বিহীন পল্লী ক্ষুদ্য ঋণ দিয়ে গ্রামের মানুষ দের আর্থিক উন্নয়ন করতে সহযোগিতা করছে।এছাড়া আমরা সমাজের গরীব অসহায় মেধাবী ছাএ ছাএদের বৃত্তি দিয়ে থাকি।এই ব্যাংক আমার আপনাদের ব্যাংক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ডা:ফজলুল হক গার্লস ডিগ্রী কলেজের অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।তিনি বলেন,বাংলাদেশ ইসলামি ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরেছি এগিয়ে যাচ্ছে ইসলামি ব্যাংক।দীর্ঘ ১৫ বছর এই ব্যাংক এর উপর এক অপশক্তি ভর করে ছিলো।তারপর ও ইসলামি ব্যাংকের কোন তেমন ক্ষতি করতে পারী নাই।আপনারা সহযোগিতা করলে আবার ঘুড়ে দাঁড়াবে ইসলামী ব্যাংক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কওয়াতুল ইসলামী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তরিকুল ইসলাম কোরআন তেলওয়াত করেন চেচুয়া জামে মসজিদের ইমাম হাফেজ হাফিজুর রহমান।এছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল ইনিস্টিটিউট মাদ্রাসার প্রিন্সিপাল,হাফেজ ইউসুফ আলী শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামি ব্যাংক চৌড়হাস উপশাখার ইনচার্জ মো: তরিকুল ইসলাম।দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভা শেষ হয়।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page