ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘প্রেমবঞ্চিতদের’ বিক্ষোভ মিছিল

তিতাস আহম্মেদ
আজ বিশ্ব ভালোবাসা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। প্রেম বঞ্চিত সংঘের উদ্যোগে বিকেল ৩ ঘটিকার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মেইন গেটে গিয়ে শেষ হয়।
অনেক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তাদের সমর্থন জানান। তবে, কিছু শিক্ষার্থী এই কর্মসূচিকে মজার ছলে দেখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেম বঞ্চিত সংঘের সভাপতি সাব্বির সায়েম, সহ-সভাপতি নাজমুল করিম অর্ণব, সাধারণ সম্পাদক আসিফ হাসান লিখন, সাংগঠনিক সম্পাদক আরমান শেখ এবং মিছিল সমন্বয়ক মামুন সহ অন্যান্য সদস্য ও প্রাক্তন সভাপতি রেদওয়ান এবং শাকিল, আতিক আনাম রোজ, ধ্রুব পাল সহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রেম বঞ্চিত শিক্ষার্থীরা ।
মিছিল শেষে মেইন গেটে এসে তারা অগ্নি ঝরা বক্তব্যে প্রেম বঞ্চিতদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় সাব্বির সায়েম বলেন,প্রেম একটি মানবিক অনুভূতি এবং সবারই এটি পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কিছু ব্যাক্তি ২-৩ টা করে রিলেশনে আছে কিন্তুুু আমরা এখনও ফাঁকা।এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি ক্যাম্পাসে আলোড়নের জন্ম দিয়েছে এবং প্রেম বঞ্চিতদের অধিকারের প্রতি সমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।