উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড আব্দুল হালিমের পক্ষে ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আশিক আলী।।
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড.আব্দুল হালিমের পক্ষে ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মাঝে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কবির হোসেনের আয়োজনে ও ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কুষ্টিয়া নারী ও শিশু কোর্টের পিপি ও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মিরপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এড.আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ, জসিম উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক,মহিলা বিষয়ক সম্পাদক এড মর্জিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম,মিরপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তাহা,বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মাসুদূর রহমান মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুস সালাম,ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাছের জোয়ার্দ্দার,ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শহিদুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল হক জহুরুল,সেক্রেটারী রাহুল জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব মাষ্টার,আহসান মোল্লা,লিটন আলী,শামিম হোসেন প্রমুখ।