সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া
কুষ্টিয়ায় নবীজি (সা:) এর ভাই ও তার কন্যা হযরত মা ফাতিমা, (আ:) স্বামী হযরত মাওলা আলী (আ:) এর অভিষেক দিবস ১৮জিলহজ্ব ঐতিহাসিক গাদিরে খুম দিবস উদযাপন করা হয়েছে।
(২৫ জুন) মঙ্গলবার তরিকতে আহলে বাইত বাংলাদেশ (কেন্দ্রীয় সংসদ) এর আয়োজনে এবং কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া দবিরউদ্দিন মোল্লার রেলগেটের পাশে সদর আশ্রমের উদ্যোগে- মাওলা আলী (আ:) এর অভিষেক দিবস ঐতিহাসিক গাদিরে খুম উপলক্ষে দোয়া, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকতে আহলে বাইত, (কেন্দ্রীয় সংসদ) এর সভাপতি ডা.সামছুল আলম।
বিকেল ৫ টায় দবিরউদ্দিন মোল্লার রেলগেটের পাশে সদর আশ্রম দরবার থেকে আনন্দ র্যালি টি বের হয়ে কুষ্টিয়া বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে র্যালি সমাপ্ত করে।
পরে মাওলা আলী (আ:) এর শানে ও জীবনাদর্শ আলোচনা করা হয়। ঐতিহাসিক গাদিরে খুমের উপর আলোচনা করতে গিয়ে বাংলাদেশ তরিকতে আহলে বাইত, (কেন্দ্রীয় সংসদ) এর সভাপতি ডা. সামছুল আলম বলেন, আজকের এই দিনে ১৮ই জিলহজ্ব নবীজি (সা:) মক্কার হজ্বের কাজ সমাপ্ত করে মদিনার দিকে প্রত্যাবর্তন করলে মক্কা ও মদিনার মধ্যখানে গাদিরে খুম নামক স্থানে আসলে আল্লাহ পাক পবিত্র কোরান এর সুরা মায়েদার ৬৭ নং আয়াত অবতীর্ণ করে নবীজিকে জানিয়ে দেন যে, তিনি হযরত মাওলা আলী (আ:) সম্পর্কে মওলায়াত ঘোষণা করার জন্য তখন তিনি সোয়া লক্ষ সাহাবিদের সামনে ঘোষণা করলেন-মান কুনতু মাওলা ফা ফাজা আলীয়্যুন মাওলা। অর্থাৎ, আমি যাদের অভিভাবক আমার পরে আলী হল তাদের অভিভাবক উক্ত দিনটিই সুফি মুসলমানরা মাওলা আলীর অভিষেক দিবস গাদিরে খুম বা ঈদে গাদির হিসেবে পালন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরিকতে আহলে বাইত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন, তরিকতে আহলে বাইত ও সদর আশ্রম এর সদস্য মোসলেম উদ্দিন, আজাদ, তৌহিদুল ইসলাম তৌহিদ, হাবিবুর রহমান হাবিব'সহ আরো অনেকেই। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page