সামছুল হক রুবেল :
৪ নং বটতৈল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কবুরহাট বিশ্বাসপাড়া বৃহত্তর সমাজে মাদক,নেশা,জুয়া, যৌতুক, অসামাজিক কার্যকলাপ থেকে সমাজকে রক্ষা করার জন্য কমিটি গঠন করা হয়েছে। আজ বাদ মাগরিব নামাজের পর সকলের পরামর্শে এই কমিটি গঠন করা হয়।কমিটির প্রধান উপদেষ্টা কবুরহাট বিশ্বাস পাড়া সমাজের প্রধান মাতব্বর মো: সাইদুল বিশ্বাস এবং টিম লিডার সাবেক সেনা সদস্য হাজী মোশাররফ হোসেন ও বাবু বিশ্বাস। এছাড়া কবুরহাট বানিয়াপাড়া থেকে দুই জন্য সদস্য সামছুল হক রুবেল ও সাজ্জাদ রানা।বিশ্বাস পাড়া থেকে তিনজন সদস্য শাওন বিশ্বাস ও সুৃমন রাব্বি। ক্যানেল পাড়া থেকে মন্টু ও লালন।মিয়া পাড়া থেকে দুইজন সদস্য জনি ও সবদুল।
শাহ পাড়া থেকে দুইজন সদস্য রমজান শেখ ও আলমগীর হোসেন।আলোচনার সদস্য গণ বলেন,আমাদের লক্ষ হচ্ছে আমরা সমাজে সৎ কাজ করবো অসৎ কাজের প্রতিরোধ করবো।সৎ কাজ হচ্ছে আমরা ইসলামের বিধি আদেশ নিষেধ গুলো মেনে চলবো।নিজে নামাজ পড়বো সমাজের মানুষদের নামাজের আহ্বান করবো।অপ সাংস্কৃতিক গান বাজ থেকে সমাজ কে রক্ষা করবো।অসৎ কাজ হচ্ছে যারা আমাদের সমাজে মাদক খাই জুয়া খেলে মারামারি হানাহানি করে অসামাজিক কার্যকলাপ করে অপ সাংস্কৃতিক গান বাজনা নাচানাচি করে বিভিন্ন অনুষ্ঠানে এই সব থেকে সমাজে লোকদের কে সচেতন করবো।না মানলে আমরা আইনি ব্যাবস্থা গ্রহণ করবো।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page