কাথুলিয়া দক্ষিন পাড়া যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন খেলার আয়োজন

বার্তা ডেক্সঃ
কুষ্টিয়া সদর উপজেলার ৫ নং আলামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কাথুলিয়া দক্ষিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১৩/১২/২০২৪ রোজ শক্রবারে এক ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিম পারভেজ , সম্পাদক জনমতামত , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব , মোঃ সুজন মাহমুদ সম্পাদক দৈনিক আজকের হাওয়া , আরো উপস্থিত ছিলেন কাথুলিয়া দক্ষিন পাড়া সমাজের মন্ডল মোঃ বিল্লাল হোসেন , মোঃ আরশাদ সরকার সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
উক্ত খেলাটি মোট ১০ দলের মধ্যে অনুষ্ঠিত হয় সর্বশেষ ১০ দলের মধ্যে বিজয়ী দল হিসেবে প্রথম হন মোঃ মামুন অর রশিদ এর দল এবং রানার্সকাপ হন মোঃ রিপন মাহমুদ এর দল ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলা ধুলা মানুষের জীবনের জন্য অতি জরুরী , খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব , আরো বলেন মাঝেমধ্যে এমন খেলার আয়োজন করতে তিনি খেলোয়ারদের আরো অনেক ধরনের উপদেশ দেন ।
সকল অতিথি বৃন্দু তাদের উপস্থিতে পুরষ্কার বিতরনের মাধ্যমে খেলাটির সমাপ্ত হয় ।