কুষ্টিয়ায় আমিন ডায়াগনষ্টিক সেন্টারের মাসুম রেজার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণা!

আজিজুল ইসলামঃ
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা নগরবাকা গ্রামের আব্দুল খালেকের ছেলে মাসুম রেজা। কুষ্টিয়ার সনামধন্য প্রতিষ্ঠান আমিন ডায়াগনষ্টিক সেন্টারে চাকরি করে। কুষ্টিয়াতে আসার পর তার সাথে একটি মেয়ের দীর্ঘ দিনের সম্পর্ক। সম্পর্কের গভীরতাও দিন দিন বাড়তে থাকে। মিথ্যা ভালোবাসা দেখিয়ে মেয়েটাকে সে প্রতারণা করে দিনের পর দিন।
মেয়েটির সাথে সম্পর্কে থাকা অবস্থায় সে মেয়েটির বান্ধবীর সাথেও গোপনে সম্পর্ক গড়ে তোলে। মেয়েটি বিষয়টি জানতে পারে। বিষয়টি নিয়ে কথা বললে মাসুম জানায় সে ভুল করেছে এমন ভুল আর তার কখনো হবে না। হঠাৎ গত ২৩ ফেব্রুয়ারী সে অন্য মেয়ের সাথে এনগেজমেন্ট করে নেয়। যার সাথে বিয়ে ঠিক হয় জানা যায় ওই মেয়ের সাথে তার আরো আগে থেকে সম্পর্ক ছিল। এবং তাকে বিয়ের আশ্বাস দিয়ে এসেছে। মেয়েটি মাসুমকে প্রশ্ন করলে মাসুম মেয়েটি বলে আমার কিছু করার নাই।
মেয়েটি অনেক বার ওর পরিবারের সাথে কথা বলতে চায় কিন্তু সে কোনভাবেই কথা বলতে দেয়নি। মাসুমের সম্পর্কে যখন খোঁজ খবর নেয়া হয় ওর বন্ধু বান্ধব জানায় যে ওর মেয়ে মানুষের নেশা। মাসুমের বন্ধুরা মাসুমকে দুশ্চরিত্র হিসেবেই জানে। বহু মেয়েদের জীবন সে এভাবে নষ্ট করেছে। দিনের পর দিন বহু মেয়েকে সে ব্যবহার করেছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। মেয়েটি নিজের মান সম্মান বাঁচাতে মাসুমের পরিবারকে বিষয়টি জানায় কিন্তু তাঁরা কোন পদক্ষেপ নেয়নি। বরং মেয়েটিকে চরিত্রহীন বানানোর চেষ্টা করে। মেয়েটি মাসুমের সমস্ত প্রমাণ দেয় তবুও তারা কোন পদক্ষেপ নেয় নি। বরং মাসুম এখন মেয়েটিকে পুরো অস্বীকার করছে এবং মেয়েটিকে আত্মহত্যার দিকে প্ররোচিত করছে। মাসুমের সাথে মাসুমের বাবা আব্দুল খালেক ও জড়িত আছেন।