কুষ্টিয়ায় ওয়ারেন্ট ভুক্ত মামলার ৬আসামি গ্রেফতার

নিউজ ডেক্সঃ
কুষ্টিয়া (সদর) মডেল থানা পুলিশ কর্তৃক জিআর ওয়ারেন্ট ভুক্ত ০৪ (চার) জন ও নিয়মিত মামলার ০২ (দুই) জন মোট ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার বৃহস্পতিবার (২১ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ১। নারী ও শিশু মামলা নং-১৫৩/২৪, জিআর-৭৬/২৪ এর ওয়ারেন্ট ভূক্ত আসামি মোঃ হায়দার আলী, পিতা- রহমান শেখ@রহো, ২। নারী ও শিশু মামলা নং-১৫৩/২৪, জিআর-৭৬/২৪ ওয়ারেন্ট ভূক্ত আসামি মোঃ আঃ রহিম, পিতা- মোঃ ইসারত শেখ, ৩। নারী ও শিশু মামলা নং-১৫৩/২৪, জিআর-৭৬/২৪ ওয়ারেন্ট ভূক্ত আসামি মোঃ শরিফুল ইসলাম, পিতা-মোঃ ইসারত শেখ, ৪। নারী ও শিশু মামলা নং-১৫৩/২৪, জিআর-৭৬/২৪ ওয়ারেন্ট ভূক্ত আসামি মোঃ রফিক, পিতা-মোঃ ইসারত শেখ, সর্ব গ্রাম-কুমারগাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া। এবং কুষ্টিয়া মডেল মামলা নং-১৭ তাং২২/৯/২৪ ধারা-১৪৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড এর আসামি ৫। মোঃ মিজানুর রহমান (৪৩), পিতা- আঃ রাজ্জাক, গ্রাম- বেলঘরিয়া চরপাড়া, ৬। মোঃ ইউনুস আলী (৩৮), পিতা- মকছেদ আলী, গ্রাম-বটতৈল দক্ষিনপাড়া, সর্ব থানা ও জেলা-কুষ্টিয়া’দেরকে গ্রেফতার করেন। এবিষয় মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বুধবার রাতে ওয়ারেন্টভুক্ত মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে আজকে চালান দেওয়া হবে।