কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিউজ ডেক্সঃ
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গনঅধিকার পরিষদ (জিওপি) এর ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিন ব্যাপী কুষ্টিয়ায় নানা কর্মসূচি পালন করা হয়।
কোটা সংস্কার আন্দোলন-২০১৮ থেকে রক্তাক্ত জুলাই গনঅভ্যুত্থান-২০২৪ এর রুপকার গনঅধিকার পরিষদের রক্ত-সংগ্রাম ও গৌরবের ৪ বছর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রবিবার (২৬ অক্টোবর) রাত ৭টার দিকে কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের আয়োজনে বেলুন উড়িয়ে, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান ও সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গনঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কেন্দ্রীয় যুবঅধিকার পরিষদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস, পৌর গনঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু ও সাধারণ সম্পাদক কাজী সাব্বির, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জিলহজ্ব খান ও সদস্য সচিব মিনহাজুল হক পাপ্পু, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এসময় জেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, গণ অধিকার পরিষদ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় সক্রিয় ভূমিকা রেখে আসছে। তারা সংগঠনের প্রতিটি কর্মীকে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।








