সুজন মাহমুদঃ
কুষ্টিয়ায় শিল্পকলা একাডেমিতে গনঅধিকার পরিষদের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।অদ্য ২৬/০৩/২০২৫ ইং তারিখে বুধবার বিকেল ৪ঘটিকার সময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ রাশেদ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল,সহ-কর্মসূচি ও নিরাপত্তা বিষয় সম্পাদক আহসান হাবিব, শাকিল আহম্মেদ তিয়াস সিনিয়র সহসভাপতি যুবঅধিকার পরিষদ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের সভাপতি মোক্তারুজ্জামান বেলু,সার্বিক তথ্যাবদানে ছিলেন,সাধারন সম্পাদক আব্দুল খালেক।
এসময় প্রধান অতিথি বক্তব্য বলেন,একাত্তরের সঙ্গে চব্বিশকে কোনোভাবেই তুলনা করা যাবে না।চব্বিশ আমাদের হাতে আরেকটি সুযোগ তৈরি করে দিয়েছে। এইবার যদি আমরা দেশ গড়তে না পারি, তাহলে এই গণঅভ্যুত্থান অতীতের বিপ্লবের মতো ব্যর্থ হবে।
বুধবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে গণঅভ্যুত্থানে আহত-নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগদানের আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন।
তিনি আরো বলেন,একাত্তর আমাদের স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে কোনোভাবেই অন্য কোনো বিপ্লব বা আন্দোলনের সঙ্গে তুলনা করা যাবে না। একাত্তরের শহীদরা আমাদের পথ দেখিয়েছিলেন বলেই পরবর্তীতে আমরা অন্যান্য আন্দোলন করার সাহস পেয়েছি।চব্বিশে আমরা সর্বশেষ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এই লড়াই সবে মাত্র শুরু হয়েছে। হাসিনার পতন হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ তন্ত্র এখনো শেষ হয়নি। এখনো সচিবালয়, পুলিশ, র্যাব, বিজিবিসহ সকল বাহিনীতে আওয়ামী লীগের প্রেত্মাতারা রয়েছে।আমাদের লড়াই তখনই শেষ হবে, যখন আমরা আওয়ামী লীগের সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে ফেলতে পারব।
প্রধান অতিথির সাথে থাকা সকল সফর সঙ্গীরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,বক্তব্য শেষে ২৪শের সকল শহীদ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি করেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page