শিপন আলী।
কুষ্টিয়ায় নানার বাড়ি থেকে একটি শিশু ছেলে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। চুরি হয়ে যাওয়া আড়াই মাস বয়সী ওই শিশুটির নাম ইসরাফিল। সে জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
সোমবার (১০ জুন) রাতে কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মহন মন্ডলের বাড়িতে শিশু চুরির এ ঘটনাটি ঘটে।
শিশুটির স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার মায়ের সঙ্গে একই উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের নানা মহন মন্ডলের বাড়িতে বেড়াতে যায় ইসরাফিল। ওই বাড়ি থেকেই তাকে চুরি করা হয়েছে। চুরি হওয়ার সময় বিছানায় সে তার মা ও নানির মাঝখানে শুয়ে ছিলো।
শিশুটির মা রেহেনা বেগম প্রতিবেদককে জানান, রাতে খাওয়ার পরে মায়ের সঙ্গে একমাত্র ছেলেকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন । দু'জনের মাঝে ছেলে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে ছেলে নেই। একপাশে টিন ও একপাশে বেড়া দেওয়া ঘরের দরজার খিল শোয়ার সময় খোলা ছিল। তাৎক্ষণিকভাবে বাড়ির সবাই আশপাশে খোঁজাখুঁজি করার পর তার কোন খোঁজখবর পাননি। পরে সকালে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করেছেন। প্রতিবেদককে এসব তথ্য জানানোর সময় শিশুটির বাব-মা দু'জনেই উপস্থিত ছিলেন এবং তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
বাগুলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক নবা প্রতিবেদকে বলেন, "আদাবাড়িয়া গ্রামের মহন মণ্ডলের বাড়ি থেকে শিশু চুরির ঘটনাটি জেনেছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম প্রতিবেদককে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানার একাধিক টিম শিশুটিকে উদ্ধার করতে কাজ করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page