কুষ্টিয়ায় “তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
হেজবুতওহীদের কুষ্টিয়া জেলা নারী বিভাগের আয়োজনে আজ রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা নারী সম্পাদক শারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা প্রমুখ।
সারিয়া বিনতে মাহফুজ ও আফসানা মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় নারী সম্পাদক জাহানারা খাতুন রিনি, বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক নাহিদা সুলতানা, মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা, কুষ্টিয়া জেলা সহকারী নারী সম্পাদক আসমা খাতুন ও আম্মারা আক্তার শাপলা প্রমুখ।
আলোচনা সভাটি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের জন্ম দেয়। উপস্থিত নারীরা ইসলামের সঠিক শিক্ষার আলোকে সমাজের বিভিন্ন অঙ্গনে ভূমিকা রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।