কুষ্টিয়ায় ধানের মাঠ থেকে সাপের কামড়ে যুবকের মৃত্যু”

তিতাস আহম্মেদঃ
কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের গাংদী গ্রামের বাগানপাড়ার আজিজুল মন্ডলের ছেলে সজল মন্ডল(২৫) নামে এক যুবক সাপের কামড়ে মৃ. /ত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায় আজ (বৃহস্পতিবার)
১০ই অক্টোবর সকাল ১১ টার দিকে ধান ক্ষেতের রোগবালাই দমনে কিটনাশক স্প্রের জন্য মাটির উদ্দেশ্যে যান। ধান ক্ষেতের জমিতে পৌঁছানোর আগেই মাঠের উঁচু আইল পাড়ি দেওয়ার সময় সজলকে বিষধর সাপ কামড় দেয়া মাত্রই তার চিৎকারে এগিয়ে আসেন আশপাশের জনগণ তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মোটরসাইকেল যোগে ২৫০শয্যা কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় সজলের মৃত্যু হয়।
সজলের চাচাতো ভাই মোঃ শরিফুল ইসলামের জানান সাপে কামড়ানোর সাথে সাথে আমরা দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে আসি। যখন হাসপাতালে পৌঁছায় তখনও সজলের জ্ঞান ছিলো। হাসপাতালের ডাক্তারা সজলকে ইনজেকশন করেন। ইনজেকশন দেওয়ার কিছু সময় পরেই আমার ভাইয়ের মৃত্যু হয়।
গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, ধান ক্ষেতে যাওয়ার পথে সজলকে সাপে কামড়ায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আরও বলেন, সমাজের জন্য সজল একজন স্বেচ্ছাসেবী মানুষ হিসেবেই পরিচিত ছিলো।তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি সেই সাথে শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি।