রাব্বী আহমেদ:
আজ সকাল ১২ ঘটিকার সময় সারাদেশের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্তকরনের দাবিতে কুষ্টিয়া কালেক্টর চত্বরে জেলা শাখার সভাপতি মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিচালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশের অনন্তবর্তীকালীবন সরকারের প্রধান হিসেবে আপনার উপর গুরুদায়িত্ব অর্পিত হয়। পতিত সরকারের চরম বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মধ্যে বর্তমানে নতুন আশা জাগ্রত হয়েছে। আমরা বিশ্বাস করি দীর্ঘদিনের মানবতার জীবনযাপনের অবসান ঘটিয়ে বর্তমান সৃজনশীল সরকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মুখে হাসি ফোটাবেন আমারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারব।মানববন্ধন শেষে নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মনজুরুল হক ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে শিক্ষা উপদেষ্টা বরাবর কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নন এমপিও শিক্ষক কর্মচারী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page