কে এম শাহীন রেজা।।
কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত পুলিশ সুপারের সভাকক্ষে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম- সেবা কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম-সেবা ধৈর্যসহকারে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, সাংবাদিক নির্যাতনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ, মাদক, বেপরোয়া ড্রাম ট্রাক, অন্যান্য অবৈধ পরিবহন চলাচলের বিষয় ও যানজটসহ কুষ্টিয়ার নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন। এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন।
সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার জানান, জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে প্রথম কাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি, ছিনতাই, মাদক, বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে ও কিশোর গ্যাংসহ সব ধরনের গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।
এ সময় রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রেজিস্ট্রেশন বিহীন যানবাহনের মাধ্যমে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করার প্রবণতা দেখা যায় বেশি। মাদক বিস্তার রোধ করা আমাদের সবার দায়িত্ব। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রথমে পরিবার থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পরিবারের সন্তানদের কড়ানজরে রাখলে মাদকের বিস্তার কমে আসবে। সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম- সেবা।
পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোরগ্যাং, ছিনতাই, চুরি-ডাকাতি, সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ফিরাতে, হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) পলাশ কান্তি নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহসভাপতি আফরোজা আক্তার ডিউ (নিউ নেশন), কুষ্টিয়া প্রেসক্লব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব(নাগরিক টিভি) , সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি), সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সহ-সভাপতি শেখ হাসান বেলাল (আর টিভি), সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহামুদ হাসান (সংবাদ সারাবেলা), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র নির্বাহী সদস্য জাহিদুজ্জামান (নিউজ টোয়েন্টিফর) সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার (আনন্দ টিভি), নির্বাহী সদস্য ও এশিয়ান টেলিভিশনের মিরপুর-ভেড়ামারা প্রতিনিধি ফয়সাল চৌধুরী (দৈনিক আমাদের নতুন সময়), তাশরিক সঞ্চয় ( মাছরাঙ্গা টিভি), কেএম শাহীন রেজা (বাংলাদেশ বুলেটিন) আনিস মন্ডল (ডেইলি স্টার) প্রমুখ। এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page