সেলিম রেজা রনি ॥
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পানির টিউবয়েল হাতা চুরির অপবাদে আশিক রেজা সরোয়ার (২৬) নামে একজনকে পিটিয়ে হত্যা মামলায় ফারুক হোসেন (৪৩) ও আমিন উদ্দিন (৫৭) নামে দুইজনকে কারাদন্ডের আদেশ দেন আদালত। সে সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ডের আদেশ দেন। আজ সকালের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর কঠোর পাহাড়ায় আমিন উদ্দিন কে জেলা কারাগারে প্রেরণ করেন এবং অপর আসামী ফারুক হোসেন পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন দৌলতপুর উপজেলার বেগুনবাড়ীয়া গ্রামের মাবুদ মন্ডলের ছেলে ফারুক হোসেন ও একই গ্রামের মৃত আমজাদ মন্ডলের ছেলে আমিন উদ্দিন।
মামলা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে বাড়ীর পানির টিউবয়েলের হাতা চুরির অপবাদ দেওয়া হয় আশিক রেজা সরোয়ার কে। ২০০৯ সালের ৭ জানুয়ারী আনুমানিক রাত ৮টার দিকে বাড়ীর পাশ দিয়ে আসার পথে অভিযুক্ত ব্যক্তিরা একজোট হয়ে আশিক রেজা সরোয়ার কে ঘিরে ধরে গম ক্ষেতে নেওয়ার পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে মাথায় আঘাত করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায় এবং আশিক রেজা সরোয়ারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরক চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় একদিন পরে মারা যান।
এ বিষয়ে ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে দৌলতপুর থানায় নিহতের বড় ভাই মাহতাব উদ্দিন মন্টু বাদী হয়ে ১৬জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর কবীর তদন্ত শেষে করে গত ২০০৯ সালের ৫ মে আদালতে অভিযুক্ত সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ১৪জনকে খালাস প্রদান করেন এবং দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের ছোট বোন নিলুফা ইয়াসমীন ও পরিবারের স্বজনেরা।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page