কুষ্টিয়ায় বন্যার্তদের সাহায্যার্থে “ফটোগ্রাফি এসোসিয়েশন” এর বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন ও ফান্ড সংগ্রহ” চলছে

রেদওয়ানুল হক (সবুজ):
কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্যার্তদের পাশে দাড়াতে আর্থিক ফান্ড উত্তোলন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় বন্যা কবলিত ফেমী,নোয়াখালী,কুমিল্লার ইত্যাদি জেলাগুলোর বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা ফান্ড উত্তোলন কর্মসূচির উদ্যোগ করেছেন
কুষ্টিয়ার “ফটোগ্রাফার/সিনেম্যাটোগ্রাফার এসোসিয়েশন”।ইতিমধ্যে শহরজুড়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন ও ফান্ড সংগ্রহ” চলছে বলে জানিয়েছেন অত্র এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।ফটোগ্রাফি এসোসিয়েশনের সদস্যরা বলেন, সময়টা যদিও ছবি তোলার মতো উপযুক্ত নয়, কিন্তু এটা ভালো মাধ্যম। আপনার পরিবার, বন্ধু, প্রিয়জন কিংবা নিজে চলে আসুন আমাদের সাহায্য করতে। নামমাত্র মূল্যে ছবি তুলে দেওয়া হবে, যার অর্থ যাবে বন্যাদুর্গতদের সাহায্যার্থে। ২৭ ও ২৮ আগষ্ট রোজ মঙ্গলবার ও বুধবার সারাদিনব্যাপি এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।যারা কাপল শুট, সিঙ্গেল মডেল শুট এবং ফ্যামিলি ফটোশুট করতে আগ্রহী তাদের সকলকে আগামীকালকের এই ক্যাম্পেইনে আশার জন্য অনুরোধ করা হলো।আমাদের কুষ্টিয়ার ফটোগ্রাফার/সিনেম্যাটোগ্রাফার রা উক্ত ক্যাম্পেইনে স্ব-শরীরে উপস্থিত থাকবো।