কুষ্টিয়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সেলিম রেজা সালামঃ
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে ফেব্রয়ারী ২০২৪ মঙ্গলবার বিকাল ৫;টার সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কনফারেন্স রুমে,জাতীয় মহিলা সংস্থা কুষ্টিয়া এর চেয়ারম্যান কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি জেব-উন-নিসা সবুজ আপার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্লোগান মাষ্টার জননেতা আজগরআলী। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ পারভীন আক্তার লাভলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিসেস শম্পা মাহমুদ, কুষ্টিয়া জেলা পরিষদের মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস মাওয়া, মেহেরীন আক্তার, মিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, আখি খাতুন সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা কমিটির নেতৃবৃন্দ উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।