বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় বিএনপি’র বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

কে এম শাহীন রেজা॥
কুষ্টিয়ায় জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলা অবস্থায় বাইরে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। বিএনপির নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বাড়ছে বলে অভিযোগ করেন দলের পদবঞ্চিত নেতা-কর্মীরা। তবে জেলা বিএনপি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর গত ৪ নভেম্বর থেকে পদবঞ্চিত নেতা-কর্মীরা ওই কমিটি বাতিলের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছেন। দলীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা হয়। বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কর্মশালায় ৬টি উপজেলার পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এ সময় শতাধিক পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের এনএস রোড প্রদক্ষিণ করে ১২টার দিকে শিল্পকলা একাডেমির ভেতরে ঢোকার চেষ্টা করলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান পুলিশ নিয়ে শিল্পকলা একাডেমির ফটকের সামনে বাঁধা দেয়। পরে শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনেই সমাবেশ করেন তাঁরা।
এ সময় শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু বলেন, দলের নিবেদিত প্রাণ ও আওয়ামী দুঃশাসনের হামলা মামলা নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতাদের চাঁদাবাজির কারণে আজ কুষ্টিয়ার মোকামে চালের দাম বেড়ে গেছে। জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কবির তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিএনপির কমিটিতে ঢুকিয়ে পুনর্বাসন করা হচ্ছে। কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ বলেন, এই কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মানে না। তারা নিজেদের মতো চলে। মামা-ভাগনের কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাউর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের পুনর্বাসনকারী এই আহ্বায়ক কমিটি বাতিল না হলে রাজপথে থেকে দাবি আদায়ে আন্দোলন আরও কঠোর করা হবে। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মাজমাদার বলেন, এই কমিটি বাতিল না হলে আগামী দিনে বিক্ষোভ, হরতালসহ কুষ্টিয়াকে অচল করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page