কুষ্টিয়ায় বিএনপির শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেক্স নিউজঃ
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের প্রতি মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনার্থে সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। ৮ ই সেপ্টেম্বর (রবিবার) বিকালে বিত্তিপাড়া বাসস্ট্যান্ডে উজানগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাবেক সাংসদ সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরার উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য করেন কুষ্টিয়া সদর থানা বিএনপির আহবায়ক – বশিরুল আলম চাঁদ,সদর থানা বিএনপির সদস্য সচিব -জাহিদুল ইসলাম বিপ্লব। আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম টোকেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টার, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুজ্জামান,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, হুমায়ুন কবির কালটু, আবু জাফর, আইয়ুব আলী চতুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামি সদস্য সচিব বিমল বিশ্বাস, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাজ্জাক মাহমুদ রাজ, সদস্য সচিব সালমান খান চান্নু, যুগ্ন আহবায়ক রাশিদুল ইসলাম রাসেল, হিসাব মন্ডল, ছানোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, বুরহানুজ্জামান খোকন, ইসরাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিন্টু, নজরুল ইসলাম, রানা, ফরিদ মন্ডল, আব্দুল আজিজ, মোজাম্মেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা বিগত আওয়ামী স্বৈরশাসকের আমলে দলীয় নেতকর্মীদের নামে হামলা, মামলা, গুম ও খুনের সাথে জড়িত থাকার জন্য আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি জানান। এ সময় অতিথি তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।