কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৪ অপরাধীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানায়, শুক্রবার সাড়ে ৭টার দিকে উপজেলার ইনসাফনগর এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে চিলমারি বিওপির সদস্যরা। তবে কোন আসামি আটক করতে পারেনি তারা। রাতে অপর একটি অভিযানে উপজেলার ইনসাফনগর ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন মাদক কারবারীকে আটক করে মহিষকুন্ডি আশ্রয়ন বিওপির বিজিবি সদস্যরা। অন্যদিকে ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মহিষকুন্ডি বিওপির সদস্যরা। এ বিষয়ে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, আটক আসামিসহ উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার আনুমনিক বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানায়, এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply

Every step could lead to impactful rewards or peril in the thrilling mines demo game that challenges
