প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ৭:২৮ পি.এম
কুষ্টিয়ায় বিদ্যূৎ স্পর্শে গৃহবধূর মৃত্যু

জুয়েল রানাঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অন্তর্গত উজানগ্রাম ইউনিয়নের ১১ মাইল এ রিমা খাতুন (২৮) নামে গৃহবধূর বিদ্যূৎ স্পর্শে মৃত্যুর ঘটনা ঘটেছে। সে ১১ মাইল মৃত আব্দুস সাত্তারের ছেলে হাবিবের স্ত্রী। মৃত রিমা খাতুনের বাবার বাড়ী পার্শ্ববর্তী হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল গণির মেয়ে। বড় ছেলে রিয়াদ(১০) স্কুলে সে জানেই না তার মা আর বেঁচে নেই। স্কুলের ক্লাসে বসেই শুনতে পেলো তার মা বিদ্যূৎ স্পর্শে মারা গেছে, এদিকে ছয় মাসের শিশু সন্তানের কান্নায় ভারি চারপাশ। স্বজন, প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে উজানগ্রাম ইউনিয়নের ১১ মাইল গ্রাম । সকালে জুতা পরিষ্কার করে ভেজানো জুতা মোজা শুকানোর জন্য রিমা খাতুন(২৮) ঘরের টিনের উপর জুতা রাখতে বিদ্যূতের সংস্পর্শে তার মৃত্যু হয় তবে ঘরের টিনে আগে থেকেই শর্ট সার্কিট থেকেই বিদ্যুৎ লেগে ছিল এটা কেউই বুঝতে পারে নি। প্রতিবেশীরা বিদ্যুৎ লাগার ঘটনা বুঝতে পেরে রিমা খাতুনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্য রওনা দিলে পথেই তার মৃত্যু ঘটে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.