কুষ্টিয়ায় বিশেষ অভিযানে ভারতীয় মদ ফেন্সিডিল সহ কবুরহাটের ৪ জনকে আটক

সামছুল হক রুবেলঃ
কুষ্টিয়ায় অভিযান চাইলে ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে বিজেপি।
সীমান্ত হতে পিলার ১৫৪ অভ্যন্তরে দৌলতপুর আলী নগর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সিহাব আহাম্মদ, সালামের ছেলে রাজিব আহাম্মদ, মিস্টার এর ছেলে হাদিদ আব্দুল্লাহ, মৃত সেলিম আলাদীনের ছেলে জিহাদ আলাহীন ।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় ৭ বোতল মদ ৫ বোতল ফেন্সিডিল সহ তাদের ব্যবহৃত দুটি মটরসাইকেল আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছ সুবেদার রফিকুল ইসলাম।