নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় ভুয়া কাজীর মাধ্যমে নকল কাবিনে প্রিয়া খাতুন (২৩) নামের এক মেয়ের সঙ্গে বিয়ের নাটক সাজিয়ে সংসার করেছে লিটন (৩১) নামের এক প্রতারক। লিটন বটতৈল ঈদগাহপাড়ার দীন মোহাম্মদের ছেলে। বিয়ের পর প্রিয়ার থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে ওই প্রতারক। তার এর আগের সংসারে স্ত্রী-সন্তান রয়েছে। প্রতারণার ফাঁদে পড়ে নিরুপায় হয়ে এখন দ্বারে দ্বারে ঘুরছেন প্রিয়া।
এ ব্যাপারে লিটনের নামে আদালতে প্রতারণার মামলা করেন ভুক্তভোগী। তিনি বলেন,লিটন একজন প্রতারক। তার স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
অনেক জায়গা থেকে আমার বিয়ের প্রস্তাব আসলে লিটন তা ফিরিয়ে দিতে বলে। অনেকগুলো বিয়ে ভাঙার পরে লিটনকে আমি বিয়ের কথা বললে সে আমার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিয়ে করে। গত বছরের ৭ই জুলাই রাত ৮টার দিকে তার দুই বন্ধুর সঙ্গে আমাকে নিয়ে ভাদালিয়া এলাকায় একটা কাজীর বাসায় নিয়ে যায়। সেখানে বিয়ে পড়িয়ে কাজী বলে তোমরা এখন থেকে বৈধ স্বামী-স্ত্রী।
তিনি বলেন, এরপর আমরা দু'জনে কুষ্টিয়ার বারাদী এলাকার ঈদগাহপাড়া মোড়ে মেহেদী হাসানের বাড়িতে বাসা ভাড়া করে থাকি। সেই বাসায় আমরা ৮ মাস সংসার করি।লিটন ব্যবসা করার জন্য আমাকে আমার মায়ের কাছ থেকে টাকা এনে দিতে বলে। তখন আমি আমার মায়ের কাছে নগদ ২ লাখ টাকা ধার হিসেবে এনে লিটনের হাতে দেই। সেই টাকা দিয়ে লিটন ঈদগাহপাড়া মোড়ে প্রসাধনীর দোকান দেয়। ৬ মাস পর
আমার মা টাকা ফেরত চাইলে সে টাকা ফেরত দিতে অস্বীকার করে। এরপর লিটন প্রিয়াকে বলে আমি তোকে চিনি না। আমি ওকে বিয়ে করিনি। তারপর সে ভাড়া বাসা থেকে চলে যায়। প্রিয়া বলেন, তখন সে দিশাহারা হয়ে লিটনের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে গেলে দেখেন সেখানে তার পূর্বের স্ত্রী এবং সন্তান রয়েছে। সেখান থেকে লিটন ফিরলে সমাধান করবে এই বলে কৌশলে তার মা-বাবা তাকেবা ড়িতে পাঠিয়ে দেয়। লিটন পলাতক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আমার ছবির সঙ্গে অন্য ছেলের ছবি যুক্ত করে আমার সম্মানহানি করার চেষ্টা করছে।
কুষ্টিয়া বিজ্ঞা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে লিটনের বিরুদ্ধে ৪৯৩ ধারায় প্রতারণা এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের মামলা দায়ের করেছেন প্রিয়া খাতুন।মামলায় গত ১৩/০৫/২০২৪ ইং তারিখে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের অনুমতি দেন। এর পর পরই আদালতের ভিতরে বেপরোয়া হয়ে পরে লিটনের পিতা দিন মোহাম্মদ ও তার বড় বোন।তারা ডাইরেক্ট মেরে ফেলার হুমকী প্রদান করেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকদের কে।এর পর থেকেই ভয়ভীতির মধ্যে দিন যাপন করছে পরিবারটি।
এবিষয় কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের আবেদন জানিয়েছে ভুক্তভোগির পরিবার।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page