কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ায় পিতা-মাতাকে মেরে জখম করলো জুয়ায় ও নেশাগ্রস্থ ছেলে, অবশেষে পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে ছেলে এখন জেল হাজতে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভার নওদাপড়ায়। এ ঘটনায় ভেড়ামারা থানায় পিতা মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে গত ২৯ শে এপ্রিল মো: বিপ্লব হোসেন (৩৫) বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন যার নং ৩২/১১৪। এদিকে পূর্বেই বাবার লিখিত এজাহারের বরাত দিয়ে গত ২৮ এপ্রিল রাত্রে ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
নুরুল ইসলাম বলেন, বিপ্লব আমার বড় ছেলে। সে মারাত্মকভাবে প্রতারণার মাষ্টারমাইন্ড, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত। জুয়ার টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে প্রতিনিয়ত অত্যাচার, শারীরিক নির্যাতন আর হত্যার হুমকি দিয়ে আসছে। ইতিপূর্বে ২০২৪ সালের ২রা নভেম্বর সে আমাকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে জখম করে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। তার মাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দিয়েছিল। গতকাল সোমবার ২৮ এপ্রিল সে আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে এসেছিল। যার পেক্ষিতে থানায় জানালে তাকে রাত্রে ধরে নিয়ে যায়। গত বছর সে প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। তার ছেলের প্রতারণা, মাদক ও জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িও পুড়িয়ে দিতে গেছে কয়েকবার। বিপ্লব হোসেন ইলেকট্রিক্যাল পণ্য ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে একাধিকবার। অন্যদিকে তার একটি সংঘব্ধ অনলাইন ও বিভিন্ন জুয়ার চক্র আছে বলে জানান।
এদিকে বিপ্লবের ছোট ভাই ইখলাস হোসেন বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। লাখ লাখ টাকা জুয়া খেলে ও নেশা করে শেষ করেছে সে আমি তার সুষ্ঠ বিচার দাবী করছি। বিপ্লবের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লবের নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়া আর বিপথে তা খরচ করা। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্মম নির্যাতন করতো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী বিজ্ঞ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page