আশিক আলী।।
কুষ্টিয়ার মিরপুর থানার মাঝিহাট ক্যাম্পের আইসি এসআই শহিদুর রহমান ডিউটিরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।
শুক্রবার (৩মে) বেলা দেড়টার সময় উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিং এলাকায় মাল গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। সেখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত মাল গাড়ির সঙ্গে বেঁধে হালসা পর্যন্ত চলে যায় তার মরদেহ। উক্ত ঘটনায় মাজিরহাট ক্যাম্পের আরেকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনা গামী একটি মাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত স্থান কাটদহচর রেল ক্রসিং এলাকায় কোন গেটম্যান নেই ।প্রায়ই এখানে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু ঘটে। মাজিহাট ক্যাম্পের আইসি মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় সরাসরি ট্রেনের নিচের পড়ে যায়। সেখান থেকে অনেক দূর ট্রেন তাকে নিয়ে গিয়ে থেমে যায়। উক্ত ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য এসআই শাহিদুরের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা। সে দীর্ঘদিন ধরে কুর্শা ইউনিয়নের মাঝিরহাট ক্যাম্পে আইসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page