সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

কুষ্টিয়ায় মিলছে না বোতলজাত সয়াবিন তৈল

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিউজ ডেক্সঃ

কুষ্টিয়া জেলার বিভিন্ন দোকান ও হাট-বাজারে হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে খোলা সয়াবিন তেল কিনতে হচ্ছে চড়া দামে। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে ক্রেতারা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজার হতে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।

সোমবার (০২ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে উপজেলার শহর ও গ্রাম হাট বাজারের বড় বড় দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা জানাচ্ছেন সরবরাহ না থাকায় পাওয়া যাচ্ছে না।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এক লিটার বোতলজাত তেলের মূল্য ১৬৭ টাকা। অন্যদিকে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৯০-১৯৫ টাকা বিক্রি হচ্ছে। স্থানে ভেদে ২০০ করেও নেয়া হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন, বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা ভাবে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

প্রতিদিনের মত বাজারে গেছেন কুষ্টিয়া শহরতলী রাজিব হোসেন, তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার পর সয়াবিন তেল কিনতে গেলে বোতলজাত তেল না পাওয়ায় খোলা তেল কিনে বাড়িতে ফিরছেন। তিনি জানান, হঠাৎ করেই বাজার হতে বোতলজাত সয়াবিন তেল উধাও হয় কিভাবে? বাজার ঠিকভাবে মনিটরিং করলে এধরনের পরিস্থিতির সৃষ্টি হত না।

অপর এক ক্রেতা সাংবাদিকদের বলেন, বাজারে সয়াবিন তেল কিনতে গেলে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে খোলা তেল কিনতে হচ্ছে।

দোকানের এক কর্মচারী জানান, প্রায় ৭ দিন ধরে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ না থাকায় এখন খোলা তেল বিক্রি করতে হচ্ছে।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি জানা ছিল না তবে কেউ যদি বোতল খুলে বেশি দামে বিক্রয় করে তাহলে তাহার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page