বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা ও শীতাত্বদের মাঝে কম্বল বিতরণ খোকসায় নিম্নমানের খোয়া ব্যাবহার ও বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই বাড়ানো হচ্ছে সড়ক কুষ্টিয়ায় বিজিবির পৃথক দুইটি অভিযানে ২১ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক সাংবাদিক হায়দার আলীর ওপর হামলার তীব্র নিন্দা দৌলতপুর আসনে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির নেতা হাবলু মোল্লা কুষ্টিয়ায় ‘তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষকগোলটেবিল বৈঠক আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে কুষ্টিয়ায় ‘সাগর মুন্সী আইডিয়াল একাডেমি’র উদ্বোধন দৌলতপুর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত “ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে” কুষ্টিয়ায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ৩২২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
Oplus_131072

তিতাস আহম্মেদ

দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’ উদযাপিত হয়েছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।

আজ শনিবার (১ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসটি পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে সকালে কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয় থেকে থেকে সমবায়ীদের একটি র‍্যালি প্রধান শহরের মধ্য দিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে সমাপ্তি করে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুষ্টিয়া ও প্রভাষ চন্দ্র বালা, জেলা সমবায় অফিসার, সহ অন্যন্যারা।

আপন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: আমিনুল ইসলাম (নাঈম) ও কুষ্টিয়া সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক মো: আখতার হোসেনের যৌথ সঞ্চালনায় ও প্রভাস চন্দ্র বালা(কুষ্টিয়া জেলা সমবায় অফিসার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুষ্টিয়া, এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মো: আনিসুর রহমান ও কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার মো: সাঈদ হাসান। এছাড়া সমবায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
মোঃ মনির উজ্জামান, সভাপতি, কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন লিঃ ও পরিচালক জাতীয় সমবায় ইউনিয়ন লিঃ খুলনা বিভাগ,দি কুষ্টিয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ সামছুল হক,মোঃ সমসের আলী, সভাপতি, কুষ্টিয়া সদর আশ্রায়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ,মোঃ তমিজ উদ্দিন, সভাপতি, বারখাদা ত্রিমোহনী ক্ষুদ্র ব্যবসায়ী বহুমখী সমবায় সমিতি লিঃ,মোছাঃ সেফাতুন ইনসানা সেফা, সম্পাদক, মজমপুর মহিলা সমবায় সমিতি লিঃ,মো: আব্দুর রসিদ সভাপতি সোপান সার্বিক গ্রাম উন্নয়ন সমবদয় সমিতি লিঃ।

এ সময় মোঃ জাহাঙ্গীর আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুষ্টিয়া বলেন”সমবায় আন্দোলন হলো সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির এক শক্তিশালী হাতিয়ার। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন।জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরো বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

উক্ত অনুষ্ঠানের সভাপতি প্রভাস চন্দ্র বালা জেলা সমবায় অফিসার বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ও সমবায় সংশ্লিষ্ট সকলে সমবায় নীতি ও আদর্শ মেনে চলে সর্বদা।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page