কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেলিম রেজা রনি মোল্লাঃ
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২ এর একটি অভিযানিক দল। কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজার নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৪ জানুয়ারি জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা ঈশ্বরদী গামী লালন শাহ্ সেতুর টোল প্লাজার ৫০ গজ সামনে সংযোগ সড়কের পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিল, ১টি সিএনজি, ২টি মোবাইল, ৪টি সিম কার্ড, ১টি প্লাস্টিকের ক্যারেট, ৫টি চামচ, ১৩টি প্লেট বাটি এবং ৩টি কামচা সহ আনোয়ার ও আজমত নামের দুজন আসামিকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।