নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় সার ও বীজ ব্যবসায়ীদের বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। অদ্য ২০/১১/২০২৫ ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময় বটতৈল মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে কুষ্টিয়া সার ও বীজ এসোসিয়েশন এর সভাপতি সাইদুল ইসলাম এর নেতৃত্বে স্ব স্ব উপজেলার খুচরা সার বিক্রেতারা মানববন্ধন উপস্থিত হয়। মানববন্ধন শেষে কুষ্টিয়া সার ও বীজ কমিটির নিকট একটি স্বারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করেন।গত ১৩/১১/২০২৫ সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সম্মিলিত নীতিমালা বাস্তবায়ন করার জন্য প্রকাশিত হয়েছে। যা দেখে আমরা খুচরা সার বিক্রেতাগণ হতাশ হয়েছি। যা সারা বাংলাদেশের খুচরা সার বিক্রেতা ৪৪,০০০। কুষ্টিয়া জেলায় ৭০০ থেকে ৮০০ জন আছে। আমরা প্রান্তিক কৃষকের কাছে সময়মত কৃষি উৎপাদন, সহায়তাকারী উপকরণসহ সার দিয়ে থাকি। বিসিআইসি সার ডিলার কর্তৃক প্রতি মাসে বরাদ্দকৃত সার নিয়মিত পাইবার কথা কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য
যে, উক্ত ডিলারগণ বিভিন্ন অজুহাতে সারের দাম বেশি নিয়া ছাড়াও সার না দিয়ে অধিক মুনাফার লোভে অন্যত্র বিক্রয় করে শক্তিশালী সিন্ডিকেট ও যোগসাজস্যের মাধ্যমে এবং সারের তীব্র সংকট সৃষ্টি হয়। যার দায়ভার পরে খুচরা বিক্রেতার উপর। এই মর্মে মানব বন্ধন থেকে স্মারকলিপি প্রদান করছি যে, কৃষি প্রধান দেশে দীর্ঘ ৩০ বছরের উর্দ্ধে পৈত্রিকসূত্রে পাওয়া স্থানীয় সুনাম অর্জনকারী প্রকৃতি ব্যবসায়ী । আমরা বিভিন্নভাবে আর্থিক প্রতিষ্ঠান থেকে লাভের উপর টাকা পয়সা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি যা আমরা ৫ থেকে ১০ লক্ষ টাকা কৃষকের কাছে বাকী দিয়ে ফসল উৎপাদনে সহায়তা করে আসছি। সম্মানীত মহোদয়, অত্যন্ত দুঃখের সাথে আপনাকে অবগত করতে হচ্ছে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিগত সরকারের বৈষম্য বিরোধী লড়তে গিয়ে আজ অন্তবর্তীকালীন সরকারের হাতে আমরা বৈষম্যের স্বীকার হয়েছি। বিষয়টি অত্যন্ত কষ্ট ও বেদনাদায়ক। বিশেষ করে যেখানে রাষ্ট্রের দায়িত্ব দেশের জনগন তথা শ্রমিকদের কর্মসংস্থান করে দেওয়া। কিন্তু বর্তমান কর্তৃপক্ষ উল্টো আমাদেরকে কর্মহীন করতে চায়। আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করে সামান্য যে আয় করি তা দিয়ে আমাদের এখন কর্মচারী বিল, দোকান ভাড়া সহ পরিবারের সকল খরচ নির্বাহ
করি।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page