বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মাগফেরাত কামনা ও শীতাত্বদের মাঝে কম্বল বিতরণ খোকসায় নিম্নমানের খোয়া ব্যাবহার ও বৈদ্যুতিক খুঁটি মাঝে রেখেই বাড়ানো হচ্ছে সড়ক কুষ্টিয়ায় বিজিবির পৃথক দুইটি অভিযানে ২১ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক সাংবাদিক হায়দার আলীর ওপর হামলার তীব্র নিন্দা দৌলতপুর আসনে (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির নেতা হাবলু মোল্লা কুষ্টিয়ায় ‘তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষকগোলটেবিল বৈঠক আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে কুষ্টিয়ায় ‘সাগর মুন্সী আইডিয়াল একাডেমি’র উদ্বোধন দৌলতপুর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত “ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে” কুষ্টিয়ায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, কফিন মিছিল ও গায়েবানা জানাজা

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত “ইসলামের সঠিক শিক্ষাই পারে জাতিকে মুক্তি দিতে”

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিউজ ডেক্সঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘দ্বীন প্রতিষ্ঠার পূর্বশর্ত- সহিহ আকিদা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার ভেড়ামারা এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান বিশ্বে মুসলিম জাতির চরম লাঞ্ছনা ও করুণ পরিণতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “আজকে বিশ্বের কোথাও মুসলমানদের নিরাপত্তা নেই। ২০০ কোটিরও বেশি জনসংখ্যা হওয়া সত্ত্বেও আমরা সারা বিশ্বে নিপীড়িত। আমাদের নারীরা লাঞ্ছিত। এর কারণ কী? কেন আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি না?”
তিনি বলেন, “এর একমাত্র কারণ- আমাদের আকিদায় ঢুকে পড়া মারাত্মক ভ্রান্তি। আমরা ইসলামকে এখন কেবল নামাজ-রোজা ও আমল আখলাকের বিষয় বানিয়ে ফেলেছি। অথচ ইসলামের প্রকৃত আকিদা ছিল- অন্যায় অবিচার দূর করে আল্লাহর জমিনে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা। যতদিন মুসলমানরা এই লক্ষ্য নিয়ে কাজ করেছে, ততদিন তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু ‘দ্বীন প্রতিষ্ঠা’র সংগ্রাম ছেড়ে দেয়ায় এই ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।”
ঈমান ও আমলের ভিত্তি হিসেবে আকিদার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, “উদ্দেশ্য ভুলে গেলে যেমন সঠিক গন্তব্যে যাওয়া যায় না, তেমনি আকিদা সহিহ না হলে আমল করেও লাভ হবে না। আজ আমরা আল্লাহর বিধানকে শুধু মসজিদে সীমাবদ্ধ করেছি, আর রাষ্ট্র পরিচালনায় মেনে নিয়েছি মানুষের তৈরি বিধান। এই দ্বিমুখী নীতির কারণেই আজ আমাদের এই অবস্থা।”
তিনি চলমান লাঞ্ছনা ও নিপীড়ন থেকে মুক্তি পেতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রকৃত ইসলামের দিকে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “মুসলিম জাতিকে এখন দলাদলি ও মাজহাবের প্রাচীর ভেঙে তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে আল্লাহর সাহায্য আসবে এবং হারানো গৌরব ফিরে পাওয়া যাবে।”
সংগঠনের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু, বিশিষ্ট সমাজসেবক মো. নিজাম মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল মুন্সী, হেযবুত তওহীদের কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, খুলনা আঞ্চলিক আমির মো. শামসুজ্জামান মিলন, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী, মেহেরপুর জেলা আমির সাহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় অর্থ সম্পাদক সম্পাদক আইমান আহমেদ কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page