ডেক্সঃ
কুষ্টিয়া ইবি থানার বিষ্ণুদিয়া গ্রামে সহিংসতা প্রতিহত করতে যেয়ে পুলিশের পিকআপ ভ্যানের চাবি চুরির ঘটনা ঘটেছে। অদ্য ১ মার্চ শুক্রবার সকাল ৯ ঘটিকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুদিয়া গ্রামের অবেদের মোড়ের আনারুল ইসলাম বাড়ীর জায়গা জমি নিয়ে পাশের বাড়ির স্বপন আলীর সাথে বাকবিতন্ডা ও মারামারিই জড়িয়ে পড়ে। সেসময় স্থানীয় মেম্বার মোঃ নাজমুল ইসলাম তার বোরজ থেকে পান ভেঙ্গে বাজারে যাওয়ার পথে মারামারি দেখতে পেয়ে তা প্রতিহত করার চেষ্টা করে ও থানা পুলিশকে জানান। এসময় মেম্বারের প্রতিপক্ষ ১১ নং আব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আরব আলীর লোকজন হঠাৎ মেম্বারকে অতর্কিত হামলা করলে ঘটনাস্থলের পাশের বাড়ির লাল্টুর পরিবারের সদস্যরা মেম্বারকে হামলা থেকে বাঁচাতে এক ঘরের মধ্যে আটকে রাখে। তারপরও তারা দুইবার আক্রমণ চালালে ঘটনাস্থলে ইবি থানা পুলিশের জরুরি টিম পৌঁছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং ঐ বাড়ি থেকে মেম্বারকে উদ্ধার করে।
এসময় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের ড্রাইভার মোঃ জাহাঙ্গীর আলম ফিরে এসে দেখে পিকআপ ভ্যানের চাবি দুর্বিত্তরা চুরি করে নিয়েছে। পরে সেখানে থাকা দায়িত্বরত পুলিশ অফিসার এসআই লাইয়েকুজ্জামানকে জানালে তিনি ঘটনাস্থলে জরুরী অবস্থা জারি করে। পরে কে বা কাহারা পিকআপ ভ্যানের নিচে চাবিটি ফেলে রেখে যায়।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারী নাজমুল ও আরব আলীর দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৬-৭ জন আহত হয়। সেই ঘটনায় ইবি থানা পুলিশ একটি পুলিশ বাদী মামলা দায়ের করে ও উভয় পক্ষের পাল্টাপাল্টি দুইটি অভিযোগ দায়ের করা হয়। তাঁরই পরিপ্রেক্ষিতে মেম্বার নাজমুলের উপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর পুলিশের কড়া নিরাপত্তায় গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এবিষয়ে এসআই লাইয়েকুজ্জামান জানান, সহিংসতা প্রতিহতের সময় পুলিশের পিকআপ ভ্যানের চাবি কে বা কাহারা চুরি করে নেয়। পরে আমরা ঘটনাস্থলে জনসাধারণের চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করলে কে বা কাহারা পিকআপ ভ্যানের নিচে চাবিটি ফেলে যায়।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page