নিজস্ব প্রতিনিধি।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে এ উপলক্ষে উপজেলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইটভাটার মালিকেরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করেছি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব। এই শিল্পে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং ৫০ লাখ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বেন।বক্তারা আরও বলেন, যেহেতু দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা তাই এখানকার ভাটা বন্ধ হয়ে গেলে এর সাথে জড়িত শ্রমিকরা বিভিন্ন অপকর্মের জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে।পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা
বরাবর স্মারকলিপি দেন। এসময় ইটভাটা মালিক মোঃ মতিউর রহমান,ভাটা মালিক মোঃ জাহাঙ্গীর আলম ও ভাটা মালিক কটা উপস্থিত ছিলেন। এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী সাংবাদিকদের বলেন,দৌলতপুর ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির দেওয়া স্মারকলিপি আমি সংশ্লিষ্ট দপ্তরে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করবো এবং আইন মেনে এবং নিয়মের মধ্যে থেকে ইটভাটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page