কুষ্টিয়ার বটতৈলে নির্বাচনী মহিলা সমাবেশে আমির হামজা
সামছুল হক রুবেল :কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দোস্তপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে নারী সমাবেশ ও গণসংযোগ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে স্থানীয় নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা।
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য ও বটতৈল ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুল ইসলাম বোরহান।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, নারীরা সমাজ পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নির্বাচিত হলে জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীদের নিরাপত্তা বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেব। আপনারা আপনাদের মূল্যবান ভোট দাঁড়িপাল্লা প্রতীকে প্রদান করে আমাদের কাজ করার সুযোগ দিন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ। নেতা হিসেবে নই আপনারা আমাদের কাছে পাবেন একজন সেবক হিসেবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডা. রায়হান আলী এবং আইলচাড়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসির আরাফাত।
বক্তারা বলেন, নারীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তাই নারী সমাজকে সঠিক নেতৃত্ব নির্বাচন করে এগিয়ে যেতে হবে।
স্থানীয় নারীরা সমাবেশে উপস্থিত হয়ে বিভিন্ন উন্নয়নমুখী প্রত্যাশা ও সমস্যা তুলে ধরেন। শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি সম্পন্ন হয়।








