কুষ্টিয়ার রহিম শেখ নামের একজন কাঁচা মাল ব্যবসায়ি প্রায় ৬ মাস ধরে নিখোঁজ

মো: আজাদ হোসেন :
কুষ্টিয়ার বাড়াদি গ্রামের রহিম শেখ নামের একজন কাঁচা মাল ব্যবসায়ি প্রায় ৬ মাস ধরে নিখোঁজ রয়েছেন।
রহিম শেখ জগতি বাজারের একজন কাঁচা মাল ব্যবসায়ি। রহিম শেখ নিখোঁজের বেশ কিছু দিন পর একটি মোবাইল ফোন থেকে ফোন করে খোঁজ দিয়েছিল যে সে ঢাকায় আছে। তার কিছু দিন পরে তার খোঁজ নিতে ফোন দিলে সেই নাম্বার টি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তার খোঁজের জন্য বিভিন্ন খোঁজ নিয়ে ও খোঁজ পাননি।
কোন হৃদয় বান ব্যাক্তি রহিমের এর খোজ পেলে তার ছেলে রনি শেখের মোবাইল (০১৭৪৯-৬৩৪ ৫২৫ ) নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন রহিমের পরিবার।