কে এম শাহীন রেজা॥
গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ সীমান্তের শৈলকুপার রামচন্দ্রেপুর শশ্মশানঘাটে তিনজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ট্রিপল মার্ডারে নিহত তিনজন হলেন-ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি জনযুদ্ধের (লাল পতাকা) সামরিক কমান্ডার হানিফ আলী (৫৬), তার শ্যালক একই উপজেলার শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন হোসেন (৩৮) ও কুষ্টিয়া ইবি খানার পিয়ারপুর গ্রামের আরজান হোসেনের ছেলে রাইসুল ইসলাম রাজু (২৮)। এ ঘটনার পর ২৪ ফেব্রুয়ারি নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম এশা শৈলকুপা খানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এদিকে ট্রিপল মার্ডারের ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে গত ২৫ জুন কুষ্টিয়ার দুর্বাচার গ্রামের আজিজুর রহমানের ছেলে শীর্ষ চরমপন্থী জাহালীর কবির লিপটন ও কুষ্টিয়ার পশ্চিম আব্দালপুর এলাকার রিয়াজুল বিশ্বাসের ছেলে রাজু আহমেদকে পুনঃ গ্রেফতার (শ্যোন এ্যারেস্ট) চেয়ে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর তাদেরকে পুনঃগ্রেফতার করা হয়। বিষয়টি আইনী জঠিলতা থাকায় প্রকাশ করেন নাই। অবশেষে গত ১লা জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে জানা যায়। উলেখ্য, গত ৬ জুন 'শীর্ষ সন্ত্রাসী', অস্ত্র ব্যবসায়ী ও একাধিক হত্যাকান্ডের মাস্টার মাইন্ড জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) তিন সহযোগীসহ আটক করে সেনাবাহিনী। এ সময় ছয়টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ম্যাগজিন, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে গত ২৩ জুন রাতে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড রাজু আহমেদকে পশ্চিম আব্দালপুর এলাকা থেকে গ্রেফতার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। বর্তমানে তারা দুজনেই কারাগারে রয়েছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page