বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

কুষ্টিয়া ইবি,উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ি থেকে ১২ ভরি সর্ন সহ নগদ চারলক্ষ টাকা চুরি

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

আজিজুলঃ

কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবুর বাড়ি থেকে দিনে দুপুরে পুকুর চুরি হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই সময়ের মধ্যে চুরি হয়েছে বলে জানা যায়।সরজমীনে গিয়ে দেখা যায় যে ঘরের তালা ভেঙ্গে চুরি করেছে চোর চক্র। উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবু বলেন,আমি সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়েছি, বালিয়াপাড়া একটা মিটিং শেষ করে ফিরে দেখি সব চুরি হয়ে গেছে,সব কিছু এলোমেলো,সোনা,দানা, নগদ টাকা কোন কিছুই নেই।দরজার তালা ভেঙ্গে, সব নিয়ে গেছে।আমার শেষ বয়সে আমার পুজি বলতে কিছু নেই।আমরা দুইটা ছেলে চাকরী করে তারা বাইরে থাকে,মেয়ে দুইটার বিয়ে হয়ে গেছে।আমার জীবনে বড় রকমের একটি ধাক্কা। তিনি বলেন,আমার সাথে মানুষের কোন শত্রুতা নেই,আমার বাবা নাদির হোসেন বিশ্বাস উজানগ্রাম ইউনিয়নে অনেক বছর চেয়ারম্যান করেছিলেন।তিনি মারা যাওয়ার পরে আমিও চেয়ারম্যান হয়েছি,মানুষের সেবা করেছি।আমার বাড়িতে এমন দূর্ঘটনা ঘটবে আমি কোন ভাবেই বিশ্বাস করতে পারি না।আমার জীবনে তিলে তিলে গড়া সব কিছু শেষ।শেষ জীবেন আমার সব কিছু শেষ করে দিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান খোকন বলেন,সোনাইডাঙ্গা আমার মাতৃভূমি সেই ছোট বেলা থেকে দেখে আসছি এই গ্রামে এমন ঘটনা আজও ঘটেনি।দেশ থেকে সৈরশাষক পালিয়েছে কিন্তু তার গুন্ডা বাহিনি এই চুরি,ছিনতাই,ডাকাতি করে দেশকে অশান্তি সৃষ্টি করছে।আমরা চাই এর বিরুদ্ধে কঠিম পদক্ষেপ নেওয়া হোক। এইদকে তার বড় জামাই সাইদুল ইসলাম বলেন,আমার স্ত্রীর সব গহনা, শাশুড়ি হাতের চুরি, দুল,যাবতীয় কিছু চুরি হয়ে গেছে।দিনে দুপুরে চুরি আমরা কোন ভাবেই মিনে নিতে পারছি না।আমরা মনে করছি যে অনেক পরিকল্পনা করে চুরি করেছে চোর চক্র।তবে গ্রামের মধ্যে এমন চুরি হয়েছে, আর কেউ দেখেনি এইটা আমরা কোনভাবেই মানতে পারছি না উজানগ্রাম ইউনিয়ন বিএন পির সভাপতি মজিদ বলেন,এইটা উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতিকে হেয় প্রতিপন্ন করানোর জন্য এই চুরি করেছে,আমরা উজানগ্রাম ইউনিয়ন বি এন পির নেতাকর্মীরা এর সঠিক বিচার চাই।অতি দ্রত এই চোর চক্রদের আইনের আওতায় আনতে হবে। সোনাইডাঙ্গা গ্রামের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় যে, তারা বাড়ির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে শব্দ শুনতে পেয়েছে,কিন্তু বিষটি গুরুত্বপূর্ণ সহকারে নেই নি।তবে চুরির পিছনে গ্রামের লোক আছে কি না আমরা জানি না। বিকেল ৫ টার দিকে ঘটনা স্থল পরিদর্শন করেন ইবি থানা পুলিশের এস আই রাকিব,ডিসবি মাহমুদ।তবে চুরির বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ বা মামলা করা হয়নি।তবে প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর

You cannot copy content of this page

You cannot copy content of this page