আজিজুল ইসলামঃ
বুধবার, ০৩/০৪/২০২৩,কুষ্টিয়া সাতটি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়,যেখানে গাজা উৎপাদন করা হয়।বই পস্তুকে পড়লে ও কুষ্টিয়া ইবি এলাকার অনেক গ্রামের সাথে তার অনেক বাস্তব মিল ও রয়েছে।প্রায়ই খবরের কাগযে দেখা যায় গাছ উদ্ধার করেছে ইবি থানা পুলিশ।শুধু তাই নয় মাদক বিক্তেতা সহ মাদক সেবীদের।
জানাতে চাই কুষ্টিয়া,ইবি এলাকার উজানগ্রাম ইউনিয়নের উজানগ্রাম জিকে ক্যানালের শরিফ ইসলাম (৩০) পিতা আতিয়ার রহমান এর মেঝো ছেলের কথা,অনেক দিন ধরে গাজা, ট্যাপেন্ডাল সহ মাদক সেবন কারনে কিত্নি ড্যামেজ সহ পেটের অনেক প্রয়োজনীয় জিনিস পচে যায়।বছর খানেক আগে অপরেশন করে একটু সুস্থতা ফিরিয়ে আনেন তার পরিবার।
ডাক্তার তার অপরেশনের পরে তাকে কাজ করতে নিষেধ করেন।কিন্তু সংসার চালাতে ও নেশার টাকা যোগার করতে সে আবারো কঠোর পরিশ্রম করেন, ক্রমে তার শরীর আরো খারাপ হয় এবং আজকে তার শশুর বাড়ি আলমডাঙ্গা সদর হাসপাতালে মৃত বরন করেন।
এইদিকে তার বড় ভাইয়ের সাথে কথা বল্লে তিনি জানান আগে নেশা করতো,অপরেশন করার পরে আবারো চুরি করে নেশা করতো আর এই কারনেই তার মৃত্য হয়।আমরা গরিব মানুষ চেষ্ট করেছি, অনেক টাকা খরচ করেছি তবুও বাচাতে পারি নি।বড় ভাই হিসেবে চেষ্টা করেছি নেশা থেকে দূরে রাখতে, কিন্তু পারিনি।
শরিফ এর আত্নীয় স্বজন বলেন,আর কোন পরিবারে যেনো কেউ নেশা না করে।নেশা তার পরিবারকে ধংস করে দেয়।আমরা সুন্দর একটি সমাজ চাই। যেখানে মুক্ত বাতাস ছাড়া আর কোন নেশা থাকবে না।শরিফের মায়ের কান্নায় রাত জেনো ভারি হয়ে গেছে।
thedailyajkerhaowa.com
একটি অনলাইন নিউজ সংরক্ষন প্রতিষ্ঠান
সম্পাদক: সুজন মাহমুদ , প্রকাশকঃ নুরুন্নাহার হিরা , বার্তা সম্পাদকঃ শুভ শেখ, মোবাঃ01721-111321
Copyright © 2025 Ajker Haowa. All rights reserved.You cannot copy content of this page