কুষ্টিয়া খুলনা মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষে ই’বি শিক্ষার্থীর মৃত্যু

তিতাস আহম্মেদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের প্রধান সাহেদ হাসান।
সহপাঠীদের সূত্রে জানা যায়, নিহত রাশেদুল ইসলামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন। সোমবার (১৬ জুন) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে বিত্তিপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
ই’বি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তার মৃত্যুতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে শোকের মাতম চলছে। সহপাঠী ও শিক্ষকরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন।